দেশের ৫৯ শতাংশ মানুষ নিরাপদ পানি পায়
দেশের মাত্র ৫৯ শতাংশ মানুষ নিরাপদ পানি পায়। আর নিরাপদ পয়োনিষ্কাশন ব্যবস্থা আছে ৩৯ শতাংশ মানুষের। ‘এডিপি বরাদ্দে আঞ্চলিক বৈষম্য : এসডিজি-৬ অর্জনে একটি বাধা’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই প্রতিবেদন তুলে ধরা হয়।
‘২০২২-২৩ জাতীয় বাজেটে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) খাতে বরাদ্দ’ শিরোনামে বাজেটপূর্ব সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি তুলে ধরেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান।
জিল্লুর রহমান বলেন, ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) পরে টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) যুগে আমরা। এসডিজির লক্ষ্যমাত্রার ধরনে কিছু মানগত পার্থক্য রয়েছে। এমডিজিতে শুধু পানি পাওয়ার লক্ষ্য ছিল। এসডিজির লক্ষ্য নিরাপদ পানির ব্যবস্থা করা। পানি পেলেই তা নিরাপদ নয়। দেশের ৯৮ শতাংশ মানুষ পানি পেলেও ২০২১ সাল পর্যন্ত নিরাপদ পানি পেয়েছে ৫৯ শতাংশ মানুষ। তাই নিরাপদ পানি নিশ্চিত করার জন্য বাড়তি কর্মসূচি, নজর লাগবে। মানসিকতায়ও নিরাপদ পানির বিষয়টি আনতে হবে। ’