![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252F778707f8-99b6-4314-8b2c-42f094bbf73f%252FNorendra_Modi_2.webp%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
মোদির প্রতি সমর্থন রয়েছে ৬৭ শতাংশ ভারতীয়র
ভারতজুড়ে নিত্যপণ্যের দাম ও বেকারত্ব দ্রুত বাড়ছে। দেশটিতে এ নিয়ে জনমনে উদ্বেগ থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা বেড়েছে। এমনকি করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত মোদির প্রতি ভারতবাসীর সমর্থন সবচেয়ে বেশি রয়েছে। আজ সোমবার প্রকাশিত এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে।
খবর এনডিটিভির।লোকালসার্কেলসের জরিপে বলা হয়েছে, বর্তমানে প্রধানমন্ত্রী মোদির প্রতি ৬৭ শতাংশ মানুষের সমর্থন রয়েছে। গত বছরের একই সময়ে তাঁর প্রতি দেশটির ৫১ শতাংশ মানুষের সমর্থন ছিল। ওই সময় ভারতে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়েছিল। হাসপাতালগুলোয় অক্সিজেনের জন্য চলছিল হাহাকার। শ্মশানগুলোয় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাহ করার জন্য লেগেছিল লম্বা লাইন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে