মার্কোস জুনিয়রের ক্ষমতায় আসা বিশ্বের জন্য হুঁশিয়ারি

প্রথম আলো ফিলিপাইন প্রকাশিত: ৩০ মে ২০২২, ২০:২২

কয়েকদিন আগে ফিলিপাইনে শিশুদের বইয়ের প্রকাশনা সংস্থা আদরনা হাউস সামাজিক যোগাযোগমাধ্যমে ‘#নেভারএঅ্যাগেইন বান্ডেল’ হ্যাশট্যাগ দিয়ে একসঙ্গে নির্দিষ্ট কয়েকটি বইয়ের একটি বিশেষ বান্ডিল কিনলে ২০ শতাংশ মূল্যছাড় পাওয়া যাবে বলে বিজ্ঞাপন দিয়েছে। এই বান্ডিলের মধ্যে একটি বইয়ের নাম ‘দিস ইজ আ ডিক্টেটরশিপ’। বইটি মূলত স্পেনের। ফ্রাঙ্কো স্বৈরশাসন থেকে উত্তরণের সময় এটির আদি সংস্করণ প্রকাশিত হয়।


আদরনা হাউস এই ছাড় ঘোষণার দুদিন আগে ফিলিপাইনের স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের ছেলে মার্কোস জুনিয়র (যিনি বংবং নামেই বেশি পরিচিত) সে দেশের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন। দিস ইজ আ ডিক্টেটরশিপ শিরোনামের ওই বইটি বিশ্বের নানা দেশের স্বৈরশাসকদের নিয়ে লেখা। বইটিতে রোমানিয়ার কমিউনিস্ট স্বৈরশাসক নিকোলাই চচেস্কু, আফ্রিকার কুখ্যাত স্বৈরাচার ইদি আমিন এবং কম্বোডিয়ার খেমারুজ নেতা ও স্বৈরশাসক পলপটের কাতারে সিনিয়র মার্কোসকে রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও