শাশুড়ির নামে নাম হলো যে শাড়ির
www.tbsnews.net
প্রকাশিত: ৩০ মে ২০২২, ১৯:৪৯
পরনে সোনালী পাড়ের হাল্কা গোলাপি কাতান শাড়ি, কোঁকড়ানো কালো চুল ছড়িয়ে আছে পিঠের ওপর। পিঁড়ির ওপর রাখা আছে কালি আর কাগজ। শাড়ির আঁচল টেনে একমনে কবিতা লিখে চলেছে যুবতী।
প্রথম দেখায় মনে হবে, এ হয়তো এক রাজকীয় আলোকচিত্রী। কিন্তু আসলে 'ভারমিলিয়ন' নামক এক অনলাইন পেজের ফটোগ্রাফি হলো এটি।
২০১৪ সালে হাঁটি হাঁটি পা পা করে ভারমিলিয়নের যাত্রা শুরু হয়। সেই থেকেই নিজস্ব নকশা ও বুনন দিয়ে ভারমিলিয়ন ভোক্তাদের সঙ্গে এক নতুন রুচির মেলবন্ধন এনে দেন তিন উদ্যোক্তা ফেরদৌস আরা, ইফফাত আরা এবং ইমতিয়াজ ইসলাম রাসেল।
- ট্যাগ:
- লাইফ
- বাংলাদেশি উদ্যোক্তা
- শাড়ী