যুবলীগের সম্মেলনে ভোগান্তিতে রোগী ও স্বজনেরা
চট্টগ্রাম নগরের গোলপাহাড় মোড় থেকে বেলা সোয়া একটার দিকে ৮০ বছর বয়সী বৃদ্ধা আনোয়ারা বেগমকে নিয়ে হেঁটে আসছিলেন দুই নারী-পুরুষ। যাবেন পৌনে এক কিলোমিটার দূরে ও আর নিজাম সড়কের শেভরন রোগনির্ণয় কেন্দ্রে। এ রোগনির্ণয় কেন্দ্রের পাশের একটি কনভেনশন সেন্টারে আজ সোমবার চলছে নগর যুবলীগের সম্মেলন। এ কারণে সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে গন্তব্যের আগেই তাঁদের অটোরিকশা থেকে নেমে যেতে হয়েছে।
হেঁটে আসায় চরম ভোগান্তিতে পড়েছেন ওই বৃদ্ধাসহ তিনজন। বৃদ্ধার সঙ্গে থাকা স্বজন বদিউল আলম বলেন, ‘অনেক দূর থেকে হেঁটে এখানে এসেছি। খুব কষ্ট হয়েছে। কিন্তু কী আর করব? ডাক্তার তো দেখাতে হবে।’
সরেজমিনে দেখা গেছে, সম্মেলনের কারণে আজ ভোর থেকেই ও আর নিজাম সড়কের প্রবর্তক মোড় থেকে পাঁচলাইশ থানার মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। সড়কের কয়েক স্থানে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। আটকে দেওয়া হয়েছে সড়কটির সঙ্গে সংযুক্ত সব গলিও। এই সড়ক ও আশপাশে ১৫টির মতো হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্র রয়েছে।