![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2022/05/30/sanvikaa-300522-01.jpg/ALTERNATES/w640/Sanvikaa-300522-01.jpg)
পঞ্চায়েত সিরিজের কে এই রিঙ্কি?
অ্যামাজন প্রাইমের অরিজিনাল সিরিজ ‘পঞ্চায়েত’-এর দ্বিতীয় মৌসুমে পঞ্চায়েত প্রধানের মেয়ে রিঙ্কি চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন ভারতের নবাগত অভিনেত্রী সানভিকা; তার ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে সাজানো হল এ অ্যালবাম।
১. ভারতের একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সানভিকা; পড়াশোনার ফাঁকে মুম্বাই গিয়ে ওয়েব সিরিজটির জন্য অডিশন দিতে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি।