তাঁর শরীরে সাড়ে আট শতাধিক ট্যাটু
শরীরে ট্যাটু আঁকাতে পছন্দ করেন অনেকেই। হাত, পা, কবজি, গলা, কাঁধ কিংবা শরীরের পছন্দমতো জায়গায় পছন্দের ট্যাটু করান তাঁরা। অনেকে আবার শখ করে পুরো শরীর ট্যাটুতে ঢেকে ফেলেন। তাই বলে কারও শরীরে ৮৪৮টির বেশি ট্যাটু দেখলে নিশ্চয়ই চোখ কপালে উঠবে। এমন কাণ্ড ঘটিয়েছেন ম্যাট গোনে। তাঁর শরীরে ৮৪৮টির বেশি বর্গাকৃতির ট্যাটু রয়েছে। এ কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে ম্যাটের।
মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) এক প্রতিবেদনে জানিয়েছে, ম্যাট গোনে যুক্তরাষ্ট্রের নাগরিক। ২০১৪ সালের জুলাই মাসে তাঁর নাম গিনেস বুকে ওঠে। তখনই তাঁর শরীরে ৮৪৮টি রংবেরঙের বর্গাকৃতির ট্যাটু ছিল।
- ট্যাগ:
- জটিল
- ট্যাটু
- গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডস