নেপালে পাইলটের ফোন জানান দিল বিধ্বস্ত উড়োজাহাজের অবস্থান
পাইলটের মোবাইল ফোনের ‘জিপিএস লোকেশন’ ধরে নেপালে ২২ আরোহী নিয়ে বিধ্বস্ত তারা এয়ারের উড়োজাহাজটির অবস্থান শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যমকে রাজধানী কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মহা ব্যবস্থাপক প্রেম নাথ ঠাকুর বলেন, ‘‘তারা এয়ারের উড়োজাহজটি নিখোঁজ হওয়ার পরও সেটির পাইলট ক্যাপ্টেন প্রভাকর ঘিমিরের মোবাইল ফোনে কল দিলে সেটি বাজছিল।”
তার মোবাইল ফোনটি নেপাল টেলিকমের। জিপিএস লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে সেটির অবস্থান খুঁজে বের করা হয়েছে এবং নেপালের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার সম্ভাব্য দুর্ঘটনাস্থলে অবতরণ করেছে।”
তারা এয়ারের উড়োজাহাজটি রোববার সকালে নেপালের পর্যটন নগরী পোখারা থেকে জমসম বিমানবন্দরে যাচ্ছিল। উড্ডয়নের ১৫ মিনিটের মধ্যে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।