জনমতে প্রভাব বিস্তারে সার্চ ইঞ্জিন নির্ভরতা চীনের

বিডি নিউজ ২৪ চীন প্রকাশিত: ২৯ মে ২০২২, ১৭:৪৩

উইঘুর মুসলিম অধ্যুষিত ‘শিনজিয়াং’ চীনের পশ্চিমাঞ্চলে অবস্থিত। ওই অঞ্চলটির নাম লিখে সার্চ করলেই চীনের রাষ্ট্রসমর্থিত সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন সার্চ রেজাল্টের শুরুতেই চলে আসছে বলে আবিষ্কার করেছেন ‘ব্রুকিংস ইনস্টিটিউট’ এবং ‘অ্যালায়েন্স ফর সিকিউরিং ডেমোক্রেসি’ সংগঠন দুটির গবেষকরা।


প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, টানা ১২০ দিনের তথ্য সংগ্রহ করেছেন ব্রুকিংসের গবেষকরা। শিনজিয়াংয়ের সঙ্গে সংশ্লিষ্ট ১২টি বাক্যাংশ লিখে গুগল সার্চ ও নিউজ, বিং সার্চ এবং ইউটিউবে সার্চ করেন তারা। ৮৮ শতাংশ সার্চে ফলাফল হিসেবে আসা কনটেন্টের প্রথম ১০টির মধ্যেই ছিল চীনের রাষ্ট্রসমর্থিত সংবাদমাধ্যমের প্রতিবেদন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও