![](https://media.priyo.com/img/500x/https://www.tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/05/29/p5_story_28.jpg?itok=6SlKX5So×tamp=1653818719)
রাবি’র এক সাবেক অধ্যাপক যেভাবে স্থানীয় ইতিহাস সংরক্ষণ করে যাচ্ছেন
স্থানীয় ইতিহাসের ওপর পিএইচডি করতে গিয়ে হতাশ হয়ে পড়েছিলেন মো. মাহবুবর রহমান।
প্রধান কারণ, তথ্য সংকটে। তথ্য সংগ্রহে নেমে দেখলেন, কোথাও এক জায়গায় স্থানীয় ইতিহাসের ওপর তথ্য পাওয়া যায় না।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক হওয়ার পরও এ সমস্যা তাড়িয়ে বেড়ায় তাকে।
এরপর ৯০'র দশকে নেদারল্যান্ডসের একটি আর্কাইভসে গিয়ে দেখেন সেখানে পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুন ও সাময়িকী সংগ্রহ করে রাখা হয়েছে।
সেখান থেকেই ড. মো. মাহবুবর রহমান বাংলাদেশেও একটি হেরিটেজ আর্কাইভস গড়ে তোলার সিদ্ধান্ত নেন।