অনিয়মের অভিযোগ পেলেই নির্বাচন বাতিল: কুমিল্লায় সিইসি

যুগান্তর কুমিল্লা সদর প্রকাশিত: ২৯ মে ২০২২, ১৪:৫৮

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র এবং এলাকার নির্বাচন বাতিল করে দেওয়া হবে। কোনো প্রকার অনিয়ম অন্যায় জোরজবরদস্তি এবং কারচুপি বরদাশত করা হবে না। সুষ্ঠু, সুন্দর, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। 


রোববার কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। 


প্রার্থীদের উদ্দেশ্যে সিইসি বলেন, এ নির্বাচনে কেউ পেশীশক্তি দেখানোর চেষ্টা করবেন না। করলে নির্বাচনী আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 


তিনি বলেন, নির্বাচন কোনো যুদ্ধক্ষেত্র নয়, সবাই মিলে সুস্থ প্রতিযোগিতা করবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না, যদি কেউ আইন ভঙ্গ করার চেষ্টা করেন তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও