কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যে কারণে ছাত্রদলের ওপর হামলা

প্রথম আলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ২৯ মে ২০২২, ১৩:২২

বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চায় আওয়ামী লীগ। এ জন্য দলটিকে ছোট ছোট সভা-সমাবেশের মতো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিতে চায়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে কোনো পরিস্থিতি তৈরির চেষ্টা বা কর্মসূচিকে সহজভাবে নেবে না ক্ষমতাসীন দল। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ছাত্রদল ও বিএনপির কর্মসূচিতে বাধা বা হামলার পেছনে এমন চিন্তা কাজ করেছে বলে দলীয় একাধিক সূত্র থেকে জানা গেছে।


যার কারণে এক সপ্তাহ ধরে ঢাকাসহ বিভিন্ন স্থানে ছাত্রদল ও বিএনপির বিভিন্ন কর্মসূচিতে হামলা ও বাধা এসেছে। এর মধ্যে ঢাকায় ছাত্রদলের ওপর ছাত্রলীগ হামলা করেছে। আবার ঢাকার বাইরে বিএনপির কিছু কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। এসব কর্মসূচি ছিল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্যবস্তু করে বা খালেদা জিয়াকে নিয়ে তাঁর সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিবাদে। তবে একই সময়ে ঢাকা ও ঢাকার বাইরে বিএনপি বা এর অঙ্গসংগঠন অন্যান্য কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে পেরেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও