![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2022/05/29/habiganj-fire-290522-01.jpg/ALTERNATES/w640/habiganj-fire-290522-01.jpg)
শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজারে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রোববার সকাল ৯টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, ছয়টি ইউনিট বেলা ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হবিগঞ্জের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি।
তিনি আরও বলেন, “বিদ্যুৎকেন্দ্রের ভেতরে একটি ট্রান্সফরমারে শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিষয়টি পরিষ্কার জানা যাবে।