![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252F48e49390-ced1-4647-97c6-f2b7f53dafb2%252F1.gif%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
চকলেটের তৈরি জিরাফ
প্রথম আলো
প্রকাশিত: ২৯ মে ২০২২, ১৩:১২
বিশাল একটি জিরাফ। কিন্তু বনে নয়, ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে সেটি। নড়াচড়া নেই, একদম ঠায় দাঁড়িয়ে আছে জিরাফটি। ভালোমতো খেয়াল করলে দেখা যায়, এটি জীবিত জিরাফ নয়, জিরাফের ভাস্কর্য। তা–ও সেটি চকলেট দিয়ে তৈরি। বিশালাকার এই চকলেটের জিরাফ নিয়ে বানানো একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে।
চকলেট দিয়ে জিরাফটি বানিয়েছেন প্রখ্যাত ফরাসি-সুইস রন্ধনশিল্পী আমুরি গুইচোন। কেক-চকলেট দিয়ে বিভিন্ন খাবার বানানোর জন্য বিশ্বজুড়ে তাঁর পরিচিতি রয়েছে। সম্প্রতি চকলেট দিয়ে বানানো একটি জিরাফের ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘চকলেট জিরাফ! এটি ৮ দশমিক ৩ ফুট উঁচু। শতভাগ চকলেট দিয়ে বানানো আমার সবচেয়ে বড় সৃষ্টি এটি।’