গাছের যত্নে ৫ ভুল নয়
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৯ মে ২০২২, ১২:৫৯
আজকাল ঘরে ঘরে ছাদকৃষির খুব চল দেখা যাচ্ছে। সেই সঙ্গে জায়গা ও সুযোগ বুঝে অনেকে ঘরের ভেতরে নানা জায়গায় কিংবা বারান্দায় গাছ রাখছেন। গাছগুলো ভালো রাখতে চাই বিশেষ যত্নআত্তি। আবার যত্ন নিতে গিয়েও অনেকে না জেনেই বিভিন্ন ভুল করে বসেন। জানা থাকলে ভুলগুলো এড়িয়ে যেতে পারবেন সহজেই।
বেশি আলো বেশি ছায়া
অতিরিক্ত সূর্যের আলো আবার একেবারেই ঘরের ভেতরের ছায়ার মধ্যে থাকা দুটোই গাছের জন্য ক্ষতিকর। সারা দিন ঘরের ভেতর গাছগুলো রাখা থাকলে সকালের নরম রোদে তিন থেকে চার ঘণ্টা রেখে দিন। এতে গাছগুলো সব সময় থাকবে প্রাণবন্ত এবং বেড়েও উঠবে সঠিকভাবে।
- ট্যাগ:
- লাইফ
- গাছের যত্ন
- ছাদ কৃষি