You have reached your daily news limit

Please log in to continue


শিল্পীরা প্রস্তুত, অপেক্ষা তুলির আঁচড়ের

ছবি আঁকা সহজ কাজ নয়। প্রখর কল্পনাশক্তির প্রয়োজন। ক্যানভাসে তুলির আঁচড় কোত্থেকে ঠিক কতটুকু দিলে ছবিটা ফুটবে, তা বুঝতে হয় শিল্পীকে।

মিডফিল্ডারদেরও বুঝতে হয়। মাঠটা যদি হয় সবুজ ক্যানভাস, মিডফিল্ডাররা তো একেকজন চিত্রকরই। পাস এতটুকু এদিক–সেদিক হওয়ার উপায় নেই, নইলে ‘ছবি’টা ফুটবে না। আবার সেই পাসের মধ্যেও কত রকম বৈচিত্র্য—চিত্রকরেরা যত উপায়ে তুলি ধরেন আরকি।

কখনো বুট আড়াআড়ি করে, কখনো–বা ডগা দিয়ে, আবার কখনো বুটের ভেতর কিংবা বাইরের পাশ দিয়ে—একেকটি টানে একেকটি ছবি, কোনোটা নিখুঁত, কোনোটা হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন