You have reached your daily news limit

Please log in to continue


প্রতিপক্ষকে হুমকি দেওয়া আ’লীগ নেতার বক্তব্য ভাইরাল

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদ রাসেলের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (২৭ মে) বিকেলে ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া বায়তুশ শরফ মসজিদ প্রাঙ্গণে তার পিতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শামসুল আলমের স্মরণসভায় প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রশিদ দৌলতিকে নিয়ে তিনি উত্তপ্ত বক্তব্য দেন। এসময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সাবধান হতে বলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিওতে নৌকার প্রার্থী মামুনুর রশিদ রাসেল বলেন, ‘রশিদ সাবরে আই বুড়া আঙুল দেহাই হইত পাইরগুম। রশিদ সাব তুঁই আইযু রাসেলরে নঁ চিনঅ। রাসেলরে আইযু নঁ চিনঅ রশিদ সাহেব। তুঁই রশিদ কীভাবে ছনহরা ইলেকশনত দিন রাসেলল্লয় ইলেকশন গরঅ আই চায় থাইক্কুম। তুঁই একমাত্র বীর মুক্তিযোদ্ধারে অপমান গইরগ, আঁর এলাহার মানুষুরে অপমান গইরগ, আই রাসেল কিন্তু চাইরতাম নঁ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন