মুক্ত সংবাদমাধ্যমের বন্ধু কে, শত্রু কে
গত রোববার বিএনপির পক্ষ থেকে জাতীয় গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। সভায় গিয়ে অনেকটা হতাশ হলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির অর্ধডজন সদস্যসহ অনেক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকলেও দিনকাল ছাড়া কোনো পত্রিকার সম্পাদক সেখানে ছিলেন না। যদিও মতবিনিময় সভাটি ছিল সম্পাদকদের সঙ্গে।
ব্যানারে মতবিনিময় সভার শিরোনাম লেখা হয়েছিল: ‘গণতন্ত্র হত্যায় গণমাধ্যম নিয়ন্ত্রণ আইন, প্রেক্ষিত বাংলাদেশ’। কিন্তু দলের পক্ষ থেকে গণমাধ্যম সেলের প্রধান জহিরউদ্দিন স্বপন উত্থাপিত নিবন্ধের শিরোনাম ছিল ‘মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের ক্রমাবনতির প্রেক্ষিত ও বিএনপির ভাবনা।’ এতে আরএসএফের প্রতিবেদনের সূচকে বাংলাদেশের ধারাবাহিক অবনতির কথা উল্লেখ করে বলা হয়: ২০০৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১২১। ১৩ বছরের ব্যবধানে হয়েছে ১৬২।