কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ত্বকের লাল ছোপ যে সমস্যার ইঙ্গিত দেয়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ মে ২০২২, ১৬:৩৯

ত্বকের লালচে ছোপ দেখলে অনেকেই ভাবেন অ্যালার্জির সমস্যা হয়েছে। তবে সব সময় কিন্তু ত্বক লালচে হওয়ার কারণ অ্যালার্জি নয়। শরীরের বিভিন্ন স্থানের ত্বক লালচে হয়ে ওঠার কারণ হতে পারে চিকেন স্কিন। এই শব্দের সঙ্গে অনেকেই হয়তো পরিচিত নন। আসলে এটি একটি ত্বকের রোগ। যে কারও এটি হতে পারে। তবে যাদের ত্বক বেশি সংবেদনশীল তাদের ক্ষেত্রে এই সমস্যা মারাত্মক হতে পারে।


এ বিষয়ে ভারতের আয়ুর্বেদিক বিশেষজ্ঞ শর্মিতা জানান, ত্বকে ছোট ছোট গর্তের মতো লাল ছোপ কিংবা দাগ দেখে অনেকেই একে সাধারণ কোনো সমস্যা বলে ভাবেন। তবে এটি হতে পারে চিকেন স্কিনের লক্ষণ। চিকিৎসার ভাষায় একে কেরাটোসিস পিলারিস বলা হয়। আবার চলতি কথায় একে স্ট্রবেরি লেগ ও বলা হয়। শরীরের বিভিন্ন স্থান যেমন- পিঠে, হাতের পেছনের দিকে, কাঁধে, হাঁটু ও থাইয়ে দেখা যেতে পারে। সাধারণত কেরাটিন ফর্মুলেশনের কারণে এর মাত্রা বেড়ে যায়। কেরাটিন ঘামের মাত্রা বাড়িয়ে লোমকূপের মুখ বন্ধ করে দেয়। এ কারণে চিকেন স্কিন বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। যাদের গায়ের চামড়া শ্যামবর্ণ, তাদের শরীরে কালো ছোপ দেখা যায়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও