![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2021/09/16/287ce720dbe6b00bf149b363964543b3-6143600724f3c.jpg)
আগৈলঝাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬
বরিশালের আগৈলঝাড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৯টায় উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল ও পূর্ব গোয়াইল গ্রামে সমাজে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে গোয়াইল গ্রামের জগদীশ সিকদারের ছেলে আহত সতীশ সিকদার জানান, ‘পূর্ব গোয়াইল গ্রামের নীল রতন হালদারের ছেলে আবেল হালদার ও গবিন্দ বাড়ৈর ছেলে পঙ্কজ বাড়ৈ আমাদের গ্রামে এসে সমাজে নেতৃত্ব দেওয়ার বিষয়ে বাগ্বিতণ্ডা করে। এ সময় তাদের হামলায় আমি, দুলাল হালদার ও লিটন হালদার আহত হই।’