প্রথমবার কানে অংশ নিয়েই পুরস্কার জিতল পাকিস্তানি সিনেমা

যুগান্তর প্রকাশিত: ২৮ মে ২০২২, ১৫:২৮

মহাতারকাদের মিলনমেলার কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েই বাজিমাত করল পাকিস্তান। 



কানের ৭৫তম আসরে গিয়ে অফিসিয়াল সিলেকশনে পুরস্কার জিতেছে পাকিস্তানের সিনেমা ‘জয়ল্যান্ড’।  


বাংলাদেশ সময় শুক্রবার রাতে কান উৎসবের পালে দে ফেস্টিভাল ভবনের সাল ডুবুসিতে ‘আঁ সার্তে রিগা’ বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। 


জুরি প্রাইজের পুরস্কারটি তুলে দেওয়া হয় ‘জয়ল্যান্ড’ -এর নির্মাতা সায়েম সাদিকের হাতে।


পাকিস্তানের লিঙ্গবৈষম্যের ট্যাবু নিয়ে নির্মিত এ সিনেমা।  এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানা জাফরি। সিনেমাটির সহ-প্রযোজক ও কাস্টিং পরিচালকও তিনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও