![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F0f232e67-6cf6-4bb6-a058-740dfce25c78%252Foil.png%3Frect%3D0%252C0%252C1010%252C673%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
ঋণ শোধে সরকারের দ্বারস্থ সেনা এডিবল
প্রথম আলো
প্রকাশিত: ২৮ মে ২০২২, ১৫:১১
ভোজ্যতেল পরিশোধন কোম্পানি সেনা এডিবল অয়েল ব্যাংকঋণ নিয়ে ব্যবসা করে এলেও এখন তা পরিশোধ করতে পারছে না। তাই ঋণ পরিশোধের বিষয়ে সুবিধা চেয়ে কোম্পানিটি সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের শরণাপন্ন হয়েছে।
সেনাকল্যাণ সংস্থার সহযোগী এই প্রতিষ্ঠানকে কীভাবে সুবিধা দেওয়া যায়, তা নিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার অনোয়ারুল ইসলামের সভাপতিত্বে গত মঙ্গলবার সচিবালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, সেনা এডিবল অয়েলের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল রশিদ উল আলমসহ অর্থ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে সেনা এডিবল অয়েলকে সুবিধা প্রদানের পাশাপাশি সশস্ত্র বাহিনীর বিভিন্ন দীর্ঘমেয়াদি অনিষ্পন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।