কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হিলির ছোট বন্দরে বড় যানজট

জাগো নিউজ ২৪ হিলি স্থলবন্দর প্রকাশিত: ২৮ মে ২০২২, ০৯:০৮

দিনাজপুর জেলার সবচেয়ে দক্ষিণে অবস্থিত হিলি স্থলবন্দর। প্রতিদিন বন্দর থেকে গড়ে ১ হাজারেরও বেশি ট্রাক বিভিন্ন পণ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে যায়। ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলোর পানামা পোর্টের ভেতরে পণ্য খালাসের ব্যবস্থা থাকলেও বাইরের আড়তগুলোতে ট্রাক রাখার তেমন ব্যবস্থা নেই। ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় বাজারের ক্রেতা-বিক্রেতা, ছোট যানসহ পথচারীদের।


হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারের দুটো রাস্তা। রাস্তার উত্তরে চাল এবং দক্ষিণে সবজি বাজার। এছাড়াও সড়কের পাশে আছে বিভিন্ন পণ্যের এবং বড় বড় মুদির দোকান। ওই দোকানগুলোতে প্রতিদিন সকাল থেকে শুরু হয় বেচাকেনা। দোকানগুলোতে সকাল হলেই আসতে শুরু করে তেলের লরিসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক। বাজারের ছোট রাস্তার পুরোটাই থাকে ট্রাকের দখলে। এই রাস্তাটি হিলি বাজারের প্রধান রাস্তা এবং ক্রেতা-বিক্রেতাদেরও যাতায়াতের একমাত্র মাধ্যম। ট্রাকগুলো দাঁড়িয়ে থাকায় চরম দুর্ভোগে পড়তে হয় বাজার করতে আসা পথচারীদের।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও