![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252F41a5c614-a06c-484e-a56a-67b008d76f6d%252F1.gif%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
পিৎজাপ্রেমী পাখি
প্রথম আলো
প্রকাশিত: ২৮ মে ২০২২, ০৮:৫৩
পিৎজা খেতে ইচ্ছা করেছিল। ইচ্ছা পূরণে অর্ডার দিয়ে বাড়িতে এনেছিলেন খাবারটি। বাড়ির পেছনের বাগানে আয়েশ করে খেতেও বসেছিলেন। কিন্তু শেষ অবধি পছন্দের পিৎজা আর খাওয়া হলো না। হঠাৎ একটি পাখি উড়ে এল। এরপর ছোবল দিয়ে আস্ত পিৎজাটি নিয়ে উড়াল দিল। সম্প্রতি এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড দিয়েছেন রবার্ট টলপি নামের এক নারী। তবে তাঁর বাড়ি কোথায় কিংবা ঘটনাটি কবে ও কোথায় ঘটেছে, তা উল্লেখ করা হয়নি। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে ওই নারী লিখেছেন, ‘মাত্রই একটি সিগাল আমার পিৎজা নিয়ে গেল!’
- ট্যাগ:
- জটিল
- পিৎজা হাট
- পিৎজা রেসিপি
- পিৎজা