কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যে কারণে ছাত্রলীগ-ছাত্রদল ‘ঐতিহ্যবাহী লাঠিখেলায়’ ফিরল

প্রথম আলো সারফুদ্দিন আহমেদ প্রকাশিত: ২৮ মে ২০২২, ০৮:১৭

হারি আপ ব্রাদার! লেকচার আমি দেব না। লেকচার আমি দিতে আসি নাই। তবে ভাইয়া, মারামারি, ধাওয়াধাওয়ির অভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ম্যালা দিন ধরে নিরামিষ মার্কা নন–পলিটিক্যাল জিনিস হয়ে পড়ে ছিল, সেইখান থেকে তার ফিরে আসা এবং ক্যাম্পাসে আঁতকা শুরু হওয়া লাঠিখেলা নিয়ে দুই-চারখান কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। উল্টাপাল্টা বলে ফেললে জায়গায় দাঁড়িয়ে হকিস্টিক উঁচিয়ে আওয়াজ দেবেন, জায়গায় গিয়ে ‘সরি’ বলে চলে আসব।


দাদাভাই, ওয়ান্স আপন এ টাইম, এই ক্যাম্পাসে ম্যালা দল ছিল, দলাদলি ছিল। এরশাদের আমল থেকে এখানে বহু ‘শান্তিপূর্ণ’ মারামারি হয়েছে। বহু জখম-মার্ডার হয়েছে। বিএনপির সর্বশেষ সরকারের সময় থেকে আওয়ামী লীগের দ্বিতীয় দফার সরকারের আমল পর্যন্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও