কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কণ্ঠশিল্পী থেকে অভিনেত্রী পড়শী

দেশ রূপান্তর প্রকাশিত: ২৮ মে ২০২২, ০৮:০৫

জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী সম্প্রতি ‘মারিয়া ওয়ান পিস’ নামের একটি নাটকে অভিনয় করে বেশ সাড়া ফেলেছেন। সাজিন আহমেদ বাবু পরিচালিত এই নাটকে পড়শীর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ঋষি কৌশিক। পড়শী জানিয়েছেন ভালো গল্প ও ভালো প্রজেক্ট পেলে এখন থেকে নাটকে নিয়মিত অভিনয় করবেন। গান থেকে অভিনয়ে আসার অনুভূতি জানিয়ে পড়শী বলেন, ‘কণ্ঠশিল্পী থেকে অভিনেত্রী হওয়ার অনুভূতি অবশ্যই ভালো। নতুন যাত্রা যখন ভালো কিছু দিয়ে শুরু হয় তখন অবশ্যই ভালো লাগে। নাটকটিতে কাজ করার আগে কনফিউজড ছিলাম, সবাই কী ভাববে বা কেমন করে নেবে। তবে নাটকটা অনএয়ার হওয়ার পরে বুঝলাম মানুষ ভালোভাবেই এটা নিয়েছে, বেশ সাড়া পাচ্ছি। সেটা অবশ্যই ভালো লাগছে। কাজ করতেও ভালো লেগেছে।’


ঋষি কৌশিকের সঙ্গে কাজ করেও খুব ভালো লেগেছে। ক্যামেরা অন হওয়ার আগ পর্যন্ত ঋষি কৌশিকের সঙ্গে হাই হ্যালোও করা হয়নি। ক্যামেরার সামনেই প্রথম সামনা-সামনি হয়েছি এবং কথা বলেছি। তিনি অনেক হেল্পফুল ছিলেন, ফলে কোনো সমস্যা হয়নি।’


এর আগে ‘মেন্টাল’ সিনেমায় শাকিব খানের সঙ্গে একটা গানে পারফর্ম করেছিলেন পড়শী। সিনেমায় অভিনয় নিয়ে তিনি বলেন, ‘সিনেমায় অভিনয় করার কথা এখনই ভাবছি না। নাটকটা দিয়ে তো কেবল অভিনয় শুরু করলাম, ফলে নাটকটাকেই রাখি। ভালো গল্প ভালো প্রজেক্ট পেলে নাটকে নিয়মিত হওয়ার ইচ্ছে আছে।’


এদিকে গেল ঈদে পড়শীর কণ্ঠে ‘নসিব’, ‘হাঙ্গর’ ও ‘প্রিয়জন’ নাটকে তিনটি গান প্রকাশ হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘গানগুলোর জন্য বেশ ভালো রেসপন্স পাচ্ছি। ‘একটা গল্প’ গানটার রেসপন্স বেশি ভালো পাচ্ছি। নাটকের গান তো নাটকের মধ্যেই থাকে, ফলে ওভাবে গানগুলো আলাদাভাবে পৌঁছে না। খুব কম নাটকই হয়, যেখানে গানটা আলাদাভাবে দর্শকের কাছে পৌঁছে। তবে যে কয়টা নাটকে গান গেয়েছি সেগুলোর রেসপন্স বেশ ভালো এসেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও