কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শেয়ারদরের সঙ্গে বেড়েছে সূচক ও লেনদেন

সমকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত: ২৭ মে ২০২২, ১৮:১৯

দরপতন ঠেকাতে নিচের সার্কিট ব্রেকার ফের দুই শতাংশে বেঁধে দেওয়ার প্রথম দিনে দেশের শেয়ারবাজারে বেশিরভাগ শেয়ারের দর ও মূল্যসূচক বেড়েছে। প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রায় ৭৩ শতাংশ এবং দ্বিতীয় শেয়ারবাজার সিএসইতে ৫২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। লেনদেন হয়েছে ৫৩৯ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের থেকে ২৬ কোটি টাকা বেশি।



গতকাল ডিএসইতে ৩৭৪টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২৭৩টির দর
বেড়েছে। বিপরীতে কমেছে ৬১টির। অপরিবর্তিত রয়েছে ৪০টির দর। তবে দ্বিতীয় শেয়ারবাজার সিএসইতে লেনদেন হওয়া ২৫৫ শেয়ার ও ফান্ডের মধ্যে ১৩২টির দর বেড়েছে। এ বাজারে ৮৮ শেয়ার বা সাড়ে ৩৪ শতাংশের দর কমেছে।
এ অবস্থার কারণ জানতে চাইলে শেয়ারবাজার সংশ্নিষ্টরা জানান, পতন রোধে শুধু সার্কিট ব্রেকারের নিম্নসীমা দুই শতাংশ বেঁধে দিয়েও নিশ্চিত থাকতে পারেনি বিএসইসি। বিক্রির চাপ নিয়ন্ত্রণে রেখে পতন ঠেকাতে সক্রিয়তা দেখা গেছে। তবে এ তৎপরতা ছিল শুধু ডিএসইকেন্দ্রিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও