কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আদার ব্যাপারী পরিবেশিত জাহাজের খবর

প্রথম আলো আনিসুল হক প্রকাশিত: ২৭ মে ২০২২, ১৫:২৪

রনবীর টোকাইকে একজন বলল, ‘দেখতে দেখতে রমজান এল। দেখতে দেখতে চলে গেল।’ টোকাই জবাব দিল, ‘দেখতে দেখতে জিনিসের দাম বাড়ল, দেখতে দেখতে কমল না!’


ইন্দোনেশিয়া ভোজ্যতেল রপ্তানি এক মাসের জন্য বন্ধ করবে—এই খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে তেলের দাম গেল বেড়ে। অথচ তখনো জাহাজভর্তি তেল ইন্দোনেশিয়ার বন্দর থেকে বাংলাদেশের বন্দরে রওনা দিচ্ছে, কারণ ওই তেল নিষেধাজ্ঞার আগেই জাহাজে উঠে গেছে। এখন ইন্দোনেশিয়া তাদের ভোজ্যতেল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। খবরটা সাত দিন আগের, এখন তাহলে কি বাংলাদেশের তেলের দাম কমে গেছে? না, কমেনি। কারওয়ান বাজারে ১ লিটারের দাম ১৯৮ টাকা! হ্যালো, বাণিজ্য মন্ত্রণালয়, দাম বাড়ানোর সিদ্ধান্ত দিতে পারলেন, এবার কমানোর সিদ্ধান্তটা কই?


এখন চলছে ডলারের মূল্যবৃদ্ধি নিয়ে ব্যাপক কথাবার্তা। প্রথম আলো ডটকমে অর্থনীতি বিশেষজ্ঞ বিরূপাক্ষ পাল লিখেছেন, টাকার মান কমলে জাতির মান কমে না। তিনি ডলারের দাম বাড়িয়ে টাকার মান কমিয়ে দিতে বলেছেন। ব্যাংক আর বাজারে ডলার-টাকার বিনিময় মূল্যে বেশ বড় তফাত আছে। এটাকে ঠিকঠাক করার পরামর্শ দিয়ে বিরূপাক্ষ বলেছেন, ‘টাকার মান কমলে জাতির মান কমে না; বরং উন্নয়নশীল একটা জাতির ক্ষমতা বাড়ে। কারণ, এতে রপ্তানি ও রেমিট্যান্স বাড়ে, আমদানি কমে, চলতি হিসাবে ঘাটতি কমে, বৈদেশিক মুদ্রার তহবিল আরও মোটাতাজা হয়। অর্থনীতির এ শিক্ষা অনেক রাজনীতিক মহলে নেই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও