কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নার্ভাস কনা, অস্থির সিয়াম

প্রথম আলো প্রকাশিত: ২৭ মে ২০২২, ১৩:৫৮

মেরিল–প্রথম আলো পুরস্কারের মঞ্চে একবার গান করেছিলেন কনা। ২৩তম আসরে আবার ডাক পড়েছে তাঁর। এবার কনা গাইবেন এমন এক শিল্পীর গান, যাঁর গান সাধারণত মঞ্চে করেন না তিনি।


এ বছর এই আসরে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন, সেই শিল্পীর গান গাইতে হবে কনাকে! এ কারণেই তিনি ভীষণ নার্ভাস। কেন? কনা বললেন, ‘দুই দিন আগে গানটা রেকর্ড করতে যাই। তখন থেকেই আমি ঘেমে যাচ্ছি। রেকর্ডিং তো ঠিকঠাকমতো হলো, এবার! এত বড় একজন শিল্পীর গান, তাঁর সামনে গাইতে হবে ভেবে আমার হাত–পা কাঁপছে।’ কে সেই শিল্পী, জানা যাবে আজ সন্ধ্যায়।


মহড়াকক্ষে গত সন্ধ্যায় দেখা গেল নন্দিতাকেও। তরুণ শিল্পী হিসেবে ইতিমধ্যে পরিচিতি পেতে শুরু করেছেন তিনি। কোক স্টুডিও বাংলায় ‘বাগিচার বুলবুলি’ গানটিতে ঋতুরাজের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। একশ্রেণির শ্রোতার কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তিনিও গাইবেন মেরিল–প্রথম আলো পুরস্কারের আয়োজনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও