![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252F2585fdb9-5365-405b-b5d1-df0fb126792e%252FTexas_Teacher.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
টেক্সাসে স্কুলে হামলায় নিহত স্ত্রীর শোকে চলে গেলেন স্বামীও
যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্কুলে বন্দুকধারীর হামলার ঘটনায় শিক্ষক ইরমা গার্সিয়ার মৃত্যুর দুই দিনের ব্যবধানে মারা গেলেন তাঁর স্বামীও। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। গার্সিয়ার ভাতিজার এক টুইটার পোস্টের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
গত মঙ্গলবার রব এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৯ শিক্ষার্থী ও ২ শিক্ষক নিহত হন। নিহত শিক্ষকদের একজন ইরমা গার্সিয়া। ২৩ বছর তিনি ওই স্কুলে শিক্ষকতা করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন। ২৪ বছরের বৈবাহিক জীবন ছিল তাঁর।