কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ওঁরা ৯ জন ও সামিনা চৌধুরী

প্রথম আলো প্রকাশিত: ২৭ মে ২০২২, ১২:১২

মহড়াকক্ষে পাওয়া গেল ৯ তরুণ শিল্পীকে। সঙ্গে সামিনা চৌধুরী। দলবেঁধে তাঁরা অংশ নিলেন মেরিল–প্রথম আলো পুরস্কার–২০২১–এর মহড়ায়। এক মঞ্চে সবাই মিলে গাইবেন গান, শ্রদ্ধা জানাবেন প্রয়াত গুণীজনদের।


মহামারিতে গত দুই বছরে বাংলাদেশ হারিয়েছে বহু গুণীজনকে। তাঁদের স্মরণে, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেরিল–প্রথম আলো পুরস্কার–২০২১–এর আয়োজনে গাইবেন ৯ তরুণ। তাঁদের নেতৃত্বে থাকবেন জ্যেষ্ঠ শিল্পী সামিনা চৌধুরী। সামিনা বলেন, ‘গত দুই বছর আমরা বিনোদন অঙ্গনের বহু গুণী শিল্পীকে হারিয়েছি। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা গান করব। আমার সঙ্গে গাইবেন একঝাঁক তরুণ শিল্পী।’ সামিনার সঙ্গে গান করবেন রন্টি দাস, নিশিতা বড়ুয়া, সুকন্যা মজুমদার, অবন্তী সিঁথি, স্মরণ, রাকিবা ঐশী, সুস্মিতা সাহা, তৃষা ও তেজী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও