কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জুমার দিন তেলাওয়াত করুন সুরা কাহফ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ মে ২০২২, ১১:৫২

জুমার দিন সুরা কাহফের তেলাওয়াত ও প্রয়োজনীয়তা উপলব্দি করার গুরুত্ব অনেক বেশি। এটি সাপ্তাহিক একটি বিশেষ আমল। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও প্রত্যেক জুমার দিন সুরা কাহফ তেলাওয়াত করতে বলেছেন। জুমার দিন সুরা কাহফ তেলাওয়াত করার কারণও খুবই গুরুত্বপূর্ণ। এ সুরার সঙ্গে দাজ্জালের সম্পর্ক কী? আবার দাজ্জালের ফেতনা থেকে বাঁচার উপায়ই বা কী?


সুরা কাহফের বিশেষ ঘটনা


সুরা কাহফে বিশেষ ৪টি শিক্ষণীয় ও আমল করার ঘটনা উল্লেখ হয়েছে। যা বিবেকবানদের জন্য উত্তম উপদেশ ও দাজ্জালের ফেতনা থেকে বাঁচার উপায়। সুরাটির বিশেষ ঘটনা ও উপদেশ এবং দাজ্জালের ফেতনা থেকে বাঁচার উপায়গুলো তুলে ধরা হলো-


১. আসহাবে কাহফ


গুহাবাসী সাত যুবকের বিশেষ ঘটনা। কাহফ শব্দের অর্থ হলো গুহা। আর আসহাবে কাহফ মানে হলো গুহার অধিবাসী। গুহাবাসী একদল যুবকদের ঘটনার বর্ণনা রয়েছে এ সুরায়। এ ঘটনার বর্ণনা দিয়ে সুরাটি শুরু করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে