আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার ওপর নিষেধাজ্ঞা ইসরায়েলি আদালতে বহাল

www.ajkerpatrika.com ইসরায়েল প্রকাশিত: ২৬ মে ২০২২, ২০:৩৪

ইসরায়েলের একটি আপিল আদালত গতকাল বুধবার একজন ম্যাজিস্ট্রেটের আদেশকে খারিজ করে দিয়ে আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ম্যাজিস্ট্রেট আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনায় নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলে ফিলিস্তিনিদের ক্ষোভ উসকে দিয়েছিলেন। 


আল আকসা মসজিদ প্রাঙ্গণকে ইহুদিরা তাঁদের প্রাচীন প্রার্থনালয় হিসেবে বিশেষ শ্রদ্ধা করে। কয়েক দশকের ‘স্থিতাবস্থার’ অংশ হিসেবে ইহুদিরা প্রার্থনা থেকে বিরত থাকবে—এমন শর্তে আল আকসা প্রাঙ্গণ পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছিল ইসরায়েলিদের। কিন্তু পবিত্র এ প্রাঙ্গণে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। প্রার্থনালয়টি জেরুজালেমের পুরোনো শহরে অবস্থিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও