![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/05/26/096f3c6bec3b89a944634f5156edd9b7-628f7dd3838c0.jpg)
১২ হাজার ডলার খরচ করে আনা হয়েছে খালি কন্টেইনার
১২ হাজার ডলার খরচ করে সিঙ্গাপুর থেকে একটি কন্টেইনার আমদানি করা হয়েছে। কফি মেট, চকলেট কোকোয়া পাউডার, মিনারেল ওয়াটার ও বিনস বিভিন্ন পণ্য আমদানি করার তথ্য দেখালেও বাস্তবে কন্টেইনারের ভেতরে কিছুই পাওয়া যায়নি। কন্টেইনারটিতে সিগারেট আছে এমন তথ্যে অভিযান চালিয়ে কয়েকটি খালি ক্যারেট ছাড়া কিছুই পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও নদীবন্দরে ধরা পরেছে এমন একটি খালি কন্টেইনার। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম।