![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-11%252Fa0a2d087-d731-43ac-9f18-d330f9091c43%252Fcourt.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
বন্ধুকে হত্যার দায়ে ফাঁসির আদেশ
বন্ধুকে হত্যার দায়ে সুপ্লব চৌধুরীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. সরোয়ার আলম এ রায় দেন।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ২১ অক্টোবরে সীতাকুণ্ডের উত্তর মাইজদিয়ার সেনবাড়ি এলাকায় রিটু আইচ (২৮) নামের এক তরুণকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর ভাই টিটু আইচ বাদী
- ট্যাগ:
- বাংলাদেশ
- ফাসির আদেশ
- বন্ধুকে হত্যা