You have reached your daily news limit

Please log in to continue


পুতিনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যুক্তরাজ্যের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খাদ্য মুক্তিপণ দেওয়ার বিনিময়ে বিশ্বকে জিম্মি করেছেন বলে অভিযোগ করেছে যুক্তরাজ্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


খাদ্য রপ্তানির জন্য ইউক্রেনের বন্দর খুলে দেওয়ার বিনিময়ে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দেওয়া মস্কোর প্রস্তাব সমর্থন করেন কী না জানতে চাইলে সাংবাদিকদের ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এ কথা বলেন। 

বৃহস্পতিবার বসনিয়া সফরকালে লিজ ট্রাস বলেন, এটা একদম আতঙ্কজনক যে পুতিন বিশ্বকে মুক্তিপণের বিনিময়ে জিম্মি রাখার চেষ্টা করছেন। তিনি মূলত বিশ্বের দরিদ্রতম মানুষের মধ্যে ক্ষুধা ও খাদ্যের অভাবকে অস্ত্র করেছেন। 

তিনি আরও বলেন, আমরা সোজা কথায় এটা হতে দিতে পারি না। পুতিনকে ইউক্রেনের শস্যের ওপর থেকে অবরোধ তুলে নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন