যে ‘বড়’ সমস্যার সম্মুখীন ভারত

বাংলা ট্রিবিউন ভারত প্রকাশিত: ২৬ মে ২০২২, ১৭:২৩

একবিংশ শতাব্দীতে স্থূলতা বড় একটি সমস্যা হয়ে দেখা দিয়েছে বিশ্বব্যাপী। তা সাম্প্রতিক বছরগুলোতে আরও বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে তুলনামূলকভাবে মোটার হওয়ার দিকে এগিয়ে ভারতীয়রা। দেশটির সরকরের নতুন সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা ভারতীয়দের স্বাস্থ্যের এমন পরিস্থিতিতে সতর্ক করে বলছেন, নাগরিকদের স্থূল হওয়া নিয়ন্ত্রণ করা না গেলে বড় সমস্যায় পরিণতের শঙ্কা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


সাম্প্রতিক বছরগুলোতে নিম্ন ও মধ্যম আয়ের দেশে স্থূলতা বেড়েছে। তুলনামূলকভাবে ভারতে এ সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। ভারত সরকারের নতুন সমীক্ষায় বলা হয়েছে, সে দেশের বাসিন্দারা দিন দিন স্থূল হয়ে যাচ্ছেন। এ নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও