যে ‘বড়’ সমস্যার সম্মুখীন ভারত
একবিংশ শতাব্দীতে স্থূলতা বড় একটি সমস্যা হয়ে দেখা দিয়েছে বিশ্বব্যাপী। তা সাম্প্রতিক বছরগুলোতে আরও বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে তুলনামূলকভাবে মোটার হওয়ার দিকে এগিয়ে ভারতীয়রা। দেশটির সরকরের নতুন সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা ভারতীয়দের স্বাস্থ্যের এমন পরিস্থিতিতে সতর্ক করে বলছেন, নাগরিকদের স্থূল হওয়া নিয়ন্ত্রণ করা না গেলে বড় সমস্যায় পরিণতের শঙ্কা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে নিম্ন ও মধ্যম আয়ের দেশে স্থূলতা বেড়েছে। তুলনামূলকভাবে ভারতে এ সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। ভারত সরকারের নতুন সমীক্ষায় বলা হয়েছে, সে দেশের বাসিন্দারা দিন দিন স্থূল হয়ে যাচ্ছেন। এ নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মোটা হওয়ার প্রবণতা
- স্থুলতা