রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সিল জাল করে প্রতারণা, গ্রেপ্তার ১
খুলনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসের সিল ব্যবহার করে ভূয়া নিয়োগপত্র প্রদানের অভিযোগে প্রণব চ্যাটার্জী (৫৩) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ফুলতলা থানাধীন দমাদর এলাকায় অভিযান চালিয়ে র্যাব প্রণব চ্যাটার্জীকে গ্রেপ্তার করে। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার রামদিয়া গ্রামের পুরনজয় চ্যাটার্জীর ছেলে।
এ ব্যাপারে ফুলতলা থানায় মামলা দায়ের হয়েছে। র্যাব জানায়, বুধবার দিবাগত রাতে র্যাব-৬ খুলনার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ফুলতলা থানা এলাকায় চাকরি দেয়ার নামে প্রণব চ্যাটার্জী নামে ১ জন প্রতারক বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। প্রতারণার কাজে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের সিলমোহর জাল করে ব্যবহার করছে এবং ইতোমধ্যে বেশ কিছু ভুয়া নিয়োগপত্র ভুক্তভোগীদের প্রদান করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ রাত পৌনে একটায় ফুলতলা থানাধীন দমাদরর এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক প্রণব চ্যাটার্জীকে গ্রেপ্তার করে।