নাটক-সিনেমায় তো মাঝে মাঝে অভিনয় করতেই পারি: পড়শী
যখন কেউ জানতে চায়, নতুন গান কবে প্রকাশ পাবে, টিভি আয়োজন নিয়ে ব্যস্ততা কেমন, আবার অভিনয়ে দেখা যাবে কিনা- তখন শিল্পী হিসেবে এক ধরনের দায়বদ্ধতা অনুভব করি। এই দায়বদ্ধতা শ্রোতার প্রত্যাশা পূরণের। তাই শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করে যাই সংগীতপ্রেমীদের জন্য নতুন কিছু করার। কিন্তু এর মধ্যে যেটা হলো, তা ছিল কল্পনার বাইরে। একই সময়ে একে একে পাঁচটি নাটকে গান গাওয়ার অভিজ্ঞতা হবে- তা সত্যিই ভাবিনি।' ঈদের পাঁচটি নাটকে গান গাওয়া নিয়ে এমন কথাই বললেন কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী।
নাটকের গানের সংখ্যা দিয়েই এই শিল্পী সবাইকে চমকে দেননি, মুগ্ধ করেছেন তার অনিন্দ্য গায়কী দিয়েও। তার গাওয়া 'নসিব' নাটকের 'একটা গল্প শোন' 'হাঙর'-এর 'আকাশ হবো তোমার', 'ওয়েডিং'-এর 'পারব না', 'প্রিয়জন'-এর 'তবে চল বলি' গানগুলোর পাশাপাশি 'মারিয়া ওয়ান পিস' নাটকের শীর্ষ সংগীত অনেকের প্রশংসা কুড়িয়েছে। শুধু পাঁচটি নাটকে গান গাওয়া নয়, একইসঙ্গে অভিনয়েও দেখা গেছে পড়শীকে।