![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share_sports%2Fpublic%2Fimages%2F2022%2F05%2F26%2Fgulu.jpg%3Fitok%3DlFS3f9O2)
আফগানিস্তানের বোলিং কোচ হলেন উমর গুল
পাকিস্তানের সাবেক পেসার উমর গুল আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন। তিনি আসন্ন জিম্বাবুয়ে সফর থেকে দলটির দায়িত্ব নেবেন। জিম্বাবুয়ে সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানিস্তান।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে জানায়, ‘সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও প্রস্তুতি ক্যাম্পের জন্য বোলিং পরামর্শক হিসাবে গুলকে নিযুক্ত করা হয়েছিল। পাকিস্তানি অভিজ্ঞ এই পেসার সেখানে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন। সে বিবেচনায় তাকে জাতীয় দলের বোলিং কোচ হিসেবে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়।’