![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2022%2F05%2F26%2Frussia-soilder-1a6b8cf0c90751c68861d489a58c3411.jpg%3Fjadewits_media_id%3D794040)
মারিউপোলেই ২২ হাজার বেসামরিক নাগরিক নিহত: ইউক্রেন
ইউক্রেনে রাশিয়ার অভিযানের শুরু পর ডনবাসের দোনেস্ক অঞ্চলে এ পর্যন্ত অন্তত ৪৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন এক হাজার ১৬৮ জন। টেলিগ্রাম বার্তায় রুশ বাহিনীর হামলায় হতাহতের খবর জানিয়েছেন দোনেস্ক গভর্নর পাভলো কিরলিয়েনকো।
দোনেস্কের হতাহতের সংখ্যা দিতে পারলেও ইউক্রেনের মারিউপোল এবং ভলোনোভাখা শহরের বিষয়টি নিশ্চিত করতে পারেনি তিনি।