হেনরি কিসিঞ্জারের ওপর চটেছেন জেলেনস্কি
সামরিক অভিযান শুরুর আগে যেসব এলাকা রাশিয়ার দখলে ছিল সেগুলো বাদ দিয়েই ইউক্রেনকে শান্তি আলোচনা শুরুর করার কথা বলায় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের ওপর চটেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বুধবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, হাজার হাজার রাশিয়ান ক্ষেপণাস্ত্র ইউক্রেনে আঘাত হানা সত্ত্বেও, হাজার হাজার ইউক্রেনীয়কে হত্যা সত্ত্বেও, বুচা মারিওপোল সত্ত্বেও, শহরগুলো ধ্বংস করা সত্ত্বেও এবং রাশিয়ার বন্দিশালা নির্মাণ এবং সেখানে করা হত্যা নির্যাতন, ধর্ষণ সত্ত্বে একজন আছেন যিনি বলেছেন, ইউক্রেনের কিছু ভূমি রাশিয়াকে দিয়ে দেওয়া উচিত। খবর সিএনএনের।