বাংলাদেশি একশপ-এর আদলে ইয়েমেনে ই-কমার্স প্ল্যাটফর্ম

সমকাল প্রকাশিত: ২৬ মে ২০২২, ১৪:৪৫

বাংলাদেশের আইসিটি বিভাগের এটুআই প্রকল্পের ই-কমার্স প্ল্যাটফর্ম 'একশপ'-এর আদলে মধ্যপ্রাচ্যের ইয়েমেনে চালু হয়েছে 'ইয়েমেনি দোক্কান'। ইউএনডিপি ইয়েমেন, ইউএনডিপি বাংলাদেশ, এটুআই এবং ভিব্রাফোন (ইয়েমেনের বেসরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি) যৌথভাবে ই-কমার্স অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম হিসেবে 'ইয়েমেনি দোক্কান' চালু করেছে। যুদ্ধপীড়িত দেশটির শহর ও গ্রামীণ অঞ্চলে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অনলাইন মার্কেটপ্লেসে পণ্য কেনাবেচার সুযোগ দিতে এটুআই উদ্ভাবিত ই-কমার্স মডেলটির মতো ফিচার নিয়ে গত সোমবার উদ্বোধন হলো প্ল্যাটফর্মটি। নতুন এ প্ল্যাটফর্মটি থেকে ইয়েমেনের ব্যবসায়ীরা অভ্যন্তরীণ কেনাবেচার (বিটুবি) পাশাপাশি ভোক্তারাও (বিটুসি) পণ্য কিনতে পারবেন। দক্ষিণ সুদান এবং তুরস্কে সফলভাবে বাস্তবায়নের পর তৃতীয় দেশ হিসেবে এবার মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে একশপের মডেল চালু করা হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও