গৃহস্থালিতে ব্যবহার্য পণ্যে এবার ভ্যাট বাড়তে পারে
প্রথম আলো
প্রকাশিত: ২৬ মে ২০২২, ১৪:৪৭
আগামী ২০২২–২৩ অর্থবছরের জাতীয় বাজেটে মূল্য সংযোজন করের (মূসক তথা ভ্যাট) আওতা বাড়ছে। সে অনুযায়ী দেশি কিছু শিল্পপণ্যে নতুন করে ভ্যাট আরোপের চিন্তাভাবনা করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ। অন্যদিকে খুচরা ও পাইকারি পর্যায়ের ছোট ব্যবসায়ীদের ভ্যাটের বোঝাও কমতে পারে। আবার বিকল্প বিরোধ নিষ্পত্তিতে গেলে ভ্যাটে রেয়াতও মিলবে, জরিমানার পরিমাণও কমবে। এনবিআরের দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের জন্য আগামী বাজেটে সুখবর আসতে পারে। দেশের প্রায় ৪০ লাখ ক্ষুদ্র ব্যবসায়ীর লেনদেনের ওপর এখন ৫ শতাংশ হারে ভ্যাট বসে। এই হার কমিয়ে দেড় থেকে দুই শতাংশে নামিয়ে আনা হতে পারে। কারণ, এসব খুচরা ও পাইকারি ব্যবসায়ে তুলনামূলক কম পরিমাণে মূল্য সংযোজন হয়।