![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2022/05/26/mazar-i-sharif-blasts-260522-01.jpg/ALTERNATES/w640/mazar-i-sharif-blasts-260522-01.jpg)
কাবুলে মসজিদে বিস্ফোরণে নিহত অন্তত ৫
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে শক্তিশালী এক বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছে।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যার এ বিস্ফোরণের আরও অন্তত দুই জন আহত হয়েছে বলে কাবুলের তালেবান কমান্ডারের মুখপাত্র জানিয়েছেন।
একইদিন দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরীফে যাত্রীবাহী যানে প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে; জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করেছে।
কাবুলের ইমার্জেন্সি হাসপাতাল এক টুইটে জানিয়েছে, মসজিদের বিস্ফোরণের ঘটনায় তাদের এখানে পাঁচটি মৃতদেহ ও এক ডজনেরও বেশি আহতকে নিয়ে আসা হয়েছে।