![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252F5afb53f7-0f4d-490e-993b-fd0b7a102c76%252FUntitled_5.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
বৈদেশিক মুদ্রার সংকট দুবাইভ্রমণে অস্থির দিরহাম, হজের কারণে রিয়াল
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে, কেউ দুবাইয়ের শপিং মলে কেনাকাটা করছেন, সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় ওঠার ছবি দিচ্ছেন। আবার কেউ দুবাইয়ের শেখের পোশাকে মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছেন। আবার অনেকেই দুবাইয়ে গেলেও কোনো ছবি প্রকাশ করছেন না। বাংলাদেশের একশ্রেণির নাগরিক যখন–তখন দুবাইয়ে চলে যান। যে কারণে দেশে দুবাইয়ের মুদ্রা দিরহামের দাম বৃদ্ধি পেয়েছে। এখন প্রতি দিরহামের দাম ২৭ টাকার ওপরে, যা এক মাস আগেও ছিল ২৪ টাকা।
৫ জুন থেকে শুরু হবে হজ যাত্রা। এতে বেড়ে গেছে সৌদি মুদ্রা রিয়ালের দাম। ফলে এখন প্রতি রিয়াল কিনতে হচ্ছে ২৬ টাকায়। এভাবে দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলারের পাশাপাশি অন্যান্য মুদ্রার দামও অস্থির হয়ে পড়েছে। শুধু খোলাবাজারেই নয়, ব্যাংকগুলোতেও নগদ বিক্রিতে এসব মুদ্রার দাম বেড়ে গেছে। এর ফলে বিদেশভ্রমণ, চিকিৎসা, কেনাকাটা ও হজযাত্রীদের খরচ বেড়ে যাচ্ছে।