সোমালিয়ায় ক্ষুধার ‘কামড়ে’ মরছে শিশুরা
ফালি ফালি করে কাটা কাঁটাযুক্ত ডালপালা হালিমা হাসান আব্দুল্লাহির যমজ দুই নাতনির কবরকে ঘিরে রেখেছে, এ দুই শিশু এবলা ও আবদিয়া কেবল একদিনই বেঁচে ছিল।
তাদের ক্ষুধায় কাতর মা মাসখানেক আগে যমজ এই দুই বোনের জন্ম দিয়েছিলেন; তারও ৮ সপ্তাহ আগে দারিদ্র্যের কশাঘাতে নিষ্পেষিত পরিবারটি সোমালিয়ার দোলো শহরে উদ্বাস্তু পরিবারগুলোর জন্য বানানো একটি শিবিরে এসে হাজির হয়েছিল।
“ও অপুষ্টিতে ভুগছিল, আর তার দুই সন্তান ক্ষুধায় মরল,” বলেন কাক্সারি উদ্বাস্তু শিবিরে আশ্রয় নেওয়া আব্দুল্লাহি।