দরপতন অব্যাহত, দাম কমার সীমা ফের ২%
দিনভর ঘুরে ফিরে আবারও দরপতন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে; এরপর বিকালে নিয়ন্ত্রক সংস্থা বড় পতন থামানোর পদক্ষেপ হিসেবে দৈনন্দিন লেনদেনে শেয়ারদর কমার সার্কিট ব্রেকারের সীমা সেই ২ শতাংশ ফিরিয়ে এনেছে।
বৃহস্পতিবার থেকেই একদিনে কোনো শেয়ারের সর্বোচ্চ ২ শতাংশ কমার এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।
বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির আতঙ্ক থামানোর মাধ্যমে সাম্প্রতিক পতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা ও অর্থ মন্ত্রণালয়ের কয়েকটি সিদ্ধান্তের খবরে টানা আট দিন পর সোমবার উত্থানে ফিরেছিল বাজার।
তবে তা একদিনও টেকেনি। আগের দিনের বড় উত্থানের পরদিন মঙ্গলবার আবারও পতনের ধারায় ফিরে যায় বাজার।