নিজের ফেইসবুক অ্যাকউন্ট মুছে দেবেন যেভাবে
বিশ্বের সবচয়ে বেশি ব্যবহৃত সামাজিক মাধ্যমে আগ্রহ হারিয়ে ফেললে প্ল্যাটফর্মটি থেকে নিজের অ্যাকাউন্ট মুছে দেওয়া যাবে বেশ সহজেই। তবে, সেক্ষেত্রে ফেইসবুক থেকে নিজের সকল ব্যক্তিগত তথ্য ও ফাইল ডাউনলোড করে রাখাই হবে বিচক্ষণের কাজ।
ব্যবহারকারীর প্রাসঙ্গিক সকল তথ্য আর্কাইভ করে জমা রাখে ফেইসবুক। ব্যবহারকারীর ছবি, প্ল্যাটফর্মে ব্যবহারকারী কতোক্ষণ সক্রিয় ছিলেন সে তথ্য, চ্যাট হিস্ট্রি, আইপি অ্যাড্রেস, ফেইশল রিকগনিশন ডেটা এবং ব্যবহারকারী যে সব বিজ্ঞাপনে ক্লিক করেছেন, এমন সকল তথ্য জমা রাখে ফেইসবুক।
অ্যাকাউন্ট মুছে এই তথ্যগুলো হাতের নাগালে এনে রাখাই বিচক্ষণেরণের কাজ বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। এতে ব্যবহারকারীর জীবনে ঘটে যাওয়া নানা গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতিচিহ্ন হারিয়ে ফেলার ভয় থাকবে না। এক্ষেত্রে ব্যবহারকারীকে ব্যক্তিগত তথ্যের আর্কাইভটি ডাউনলোড করতে হবে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে: